প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, বছরের শুরুতেই দেশে এসেছে ১.৭ বিলিয়ন ডলার

নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলারের সমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ১০০ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও জানা যায়, শুধু ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৬ শতাংশ বেশি।

এদিকে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

-আফরিনা সুলতানা/