ঢাকা জেলার পশ্চিম কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনার অধীনে কার্যক্রম শুরু করেছে।
মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড স্থানীয় উপদেষ্টা আতিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারী) টার্মিনাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। যার লক্ষ্য অভ্যন্তরীণ কন্টেইনার চলাচল বৃদ্ধি এবং মাল্টিমোডাল সংযোগ জোরদার করা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন নাহার চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. টি. এম. আনিসুল মিল্লাত। তিনি মেডলগ ব্যবস্থাপনার অধীনে এ টার্মিনালের ভিশন ও পরিচালনার রোডম্যাপ তুলে ধরেন।
পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি বছরের পর বছর লোকসান গোনায় সরকার এটি পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেয় মেডলগকে। প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত, টার্মিনালটি গত দশকে বিপুল অঙ্কের লোকসানের সম্মুখীন হয়েছিল।
বিশ্বের সেরা অনুশীলন, উন্নত প্রযুক্তি এবং দক্ষ পরিচালন ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে মেডলগ এই লোকসানের ধারার অবসান ঘটাবে এবং এখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে তিন কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল। গত নভেম্বর মাসে স্বাক্ষরিত ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি পরিচালনা, পরিচালনা ও আধুনিকীকরণ করবে মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, যেটি সুইজারল্যান্ড-ভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস জায়ান্ট মেডলগের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
চুক্তির আওতায় সরকার বছরে ১ কোটি ১ লাখ টাকা ফি পাবে। পাশাপাশি প্রতি একক কনটেইনার থেকে ২৫০ টাকা মাশুল পাবে সরকার। এ টার্মিনালে মোট ৪ কোটি ডলার বিনিয়োগ করবে মেডলগ। তৈরি করা হবে কটন ওয়্যারহাউস। নিজস্ব বার্থ জাহাজ এবং ট্রাক ও ফ্রিজিং ট্রাক ক্রয় করা হবে টার্মিনালটির জন্য। এত দিন ধরে বছরে ২২ কোটি টাকা লোকসানে ছিল পানগাঁও নৌ টার্মিনালটি।
-ইমরান










