ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, নিরাপত্তা ইস্যুতে অনড় আসিফ নজরুল

ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পর বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সেই আলোচনায় বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করাতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড কেউই কোনো উদ্যোগ নেয়নি, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “নিরাপত্তা ইস্যুতে আমাদের কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টাই করেনি। তারা মূল সমস্যায় না গিয়ে কেবল তাদের স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও আমাদের সিদ্ধান্ত বদলানোর কোনো প্রচেষ্টা ছিল না। ফলে অবস্থান পরিবর্তনের সুযোগ নেই।”

আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আইসিসি কোনো দেশ নয়। তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কেন এমন একটি দেশে গিয়ে খেলব, যেখানে উগ্রবাদীদের চাপে ভারতীয় বোর্ড আমাদের দেশের একজন শীর্ষ ক্রিকেটারকে দেশ ছাড়তে বাধ্য করেছে? সেখানে কী পরিবর্তন হয়েছে যে আমরা ধরে নেব ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না?”

নিরাপত্তা প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্ট করেন, বাংলাদেশের উদ্বেগ কোনো অনুমাননির্ভর নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি। তিনি বলেন “মুস্তাফিজুর রহমানের নিরাপত্তাই নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, এই প্রশ্ন থেকেই যায়।”

আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ সুবিচার পায়নি। তবে তিনি আশাবাদী, আইসিসি তাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন মেনে নেবে। অতীতেও নিরাপত্তাজনিত কারণে বিকল্প ভেন্যু ব্যবহারের নজির রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেওয়া, এবং সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। “আমরা সবাই চাই বিশ্বকাপ খেলতে। কিন্তু ভারতের ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেটির কোনো পরিবর্তন হয়নি। এই ঝুঁকি কোনো কল্পনা নয়, একটি বাস্তব ঘটনা থেকে এসেছে,” বলেন তিনি।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে তারা গর্বিত হলেও আইসিসির অবস্থান হতাশাজনক। “বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা যখন কমছে, তখন প্রায় ২০ কোটি মানুষের দেশের উদ্বেগ উপেক্ষা করা দুঃখজনক,” মন্তব্য করেন তিনি।

তবে বুলবুল স্পষ্ট করেন, তারা হাল ছাড়ছেন না। “আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করব। আমাদের অবস্থান পরিষ্কার—ভারতে নয়, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই।”

বাংলাদেশের এই অনড় অবস্থানের কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত বুধবার আইসিসির বোর্ড সভার পর জানানো হয়, বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি থাকবে এবং বিকল্প দল অন্তর্ভুক্ত করা হতে পারে।

টানা কয়েক সপ্তাহের নাটকীয় পরিস্থিতির পরও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। তবে বিকল্প ভেন্যুতে খেলার আশায় আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। বৈঠকে ক্রিকেটাররা কী বলেছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা।

-মীর মোমিন