জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম ফাহাদ আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঘুমের মধ্যেই ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে থেমে যায় একটি প্রাণচঞ্চল জীবন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘুমের মধ্যে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ফাহাদের আকস্মিক মৃত্যুতে আইন ও বিচার বিভাগসহ পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের কাছে তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সহযোগিতাপরায়ণ ও প্রাণবন্ত একজন শিক্ষার্থী। তার এমন অকাল প্রয়াণে ক্যাম্পাসজুড়ে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় ও পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই ফাহাদ মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর দীর্ঘদিন ধরে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক সময়ে শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন বলে বিভাগীয় সূত্রে জানা গেছে।
ফাহাদের মৃত্যুতে শোক প্রকাশ করে আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ফাহাদ আমাদের কাছে পরিবারের একজন সদস্যের মতো ছিল। সে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও জানান, ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় আগামী ২৬ জানুয়ারি আইন ও বিচার বিভাগে দোয়া ও মাহফিলের আয়োজন করা হবে।
আইন বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী চন্দ্রিকা জানান, ফাহাদ ছিল খুবই সহযোগিতাপরায়ণ একজন মানুষ। আমরা কেউই ভাবতে পারিনি, এভাবে হঠাৎ করে তাকে হারাতে হবে। তার এমন আকস্মিক চলে যাওয়া আমরা সহজে মেনে নিতে পারছি না।
-জান্নাতুল নূর,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়/










