মাদারীপুরে যৌতুক মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

মাদারীপুরের ডাসার থানার পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় যৌতুক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গ্রিসে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তোরা মিয়া (৩৮)। তিনি ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের বাহের আলীর ছেলে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তোরা মিয়া একটি যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-হাবিবুর রহমান সুমন, মাদারীপুর