ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের সিংগাইরে সিমেন্ট বোঝাই ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ঋষিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (১৭) খোলাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষকালে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরে সিমেন্টবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।

এদিকে আহত কাভার্ডভ্যানের চালক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-সাইমুন