পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুদ্ধবিমান বিক্রির জন্য বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। ২০২৫ সালের মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের পর পাকিস্তানের যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে বলে জানান তিনি।
গতকাল ধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘গত বছর যুদ্ধে জয়লাভের পর পাকিস্তানি যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে। অনেক দেশ যুদ্ধবিমান কেনার জন্য আমাদের সঙ্গে আলোচনা করছে।’
ডিফেন্স প্রডাকশন-বিষয়ক মন্ত্রী রাজা হায়াত হারজ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, পাকিস্তান জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।
তিনি জানান, যুদ্ধবিমান রপ্তানির জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে, যা পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে। তিনি আরো জানান, জেএফ-১৭-এর উন্নয়নে চীনের ভূমিকা থাকায় যেকোনো চুক্তির জন্য তাদের সম্মতির প্রয়োজন হবে।
বার্তা সংস্থা রয়টার্স সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, প্রতিরক্ষা চুক্তি বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে লিবিয়া, সুদান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সঙ্গে আলোচনা হচ্ছে।
তবে রাজা হারজ কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, ‘এগুলো গোপন বিষয়। আমি কোনো দেশের নাম বলতে পারি না বা তাদের সঙ্গে আমাদের আলোচনা কোন পর্যায়ে আছে তা-ও বলতে পারি না।’
-মেহেরীন হাসান খান










