মাদারীপুরের শিবচর উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আবুল মৃধা এবং তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা প্রতিনিধি










