‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে শুটিং শেষে পাবনাতে চলছে ছবির দৃশ্যায়নের কাজ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘দম’-এর নায়িকার গায়ে হলুদের ভিডিও। ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন তাবে কি বিয়ে সারছেন পূজা?
খোঁজ নিয়ে জানা গেছে, গায়ে হলুদের ভিডিওটি মুলত ‘দম’ সিনেমার দৃশ্য। পাবনার বাঁশবাড়িয়া গ্রামে শুটিং চলাকালীন ভিডিওটি গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদের সাজে পূজা।
ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকেই। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছেন নায়িকা। তারপর সাজানো বিয়ে বাড়ির দৃশ্য দেখা যাচ্ছে।
শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করেছেন।
এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর রোজার ঈদে। এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিশো, চঞ্চল চৌধুরী পূজা চেরিকে।
-মাহমুদ সালেহীন খান










