যমুনায় বিকেলে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার এক হাইপ্রোফাইল বৈঠকে বসছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনায়’ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর প্রথম সশরীরে বৈঠক। এর আগে গত ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে তাঁদের মধ্যে একান্তে বৈঠক হয়েছিল। দেশে ফেরার দিন বিমানবন্দরে নেমেও প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মুঠোফোনে কথা বলেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ৯ জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির শীর্ষ পদের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন ও সংস্কার: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংস্কার প্রশ্নে গণভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনের এই চূড়ান্ত ক্ষণগণনার মধ্যে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে সরকার প্রধানের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, জুলাই জাতীয় সনদের বিভিন্ন সংস্কার এবং দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত বছর লন্ডনের বৈঠকের পর উভয় পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়েছিল। আজকের বৈঠকের পরও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা রূপরেখা আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী।
লামিয়া আক্তার