মেট্রোরেলসহ গণপরিবহনের যাত্রীদের জন্য খুলে গেল ডিজিটাল সেবার নতুন দিগন্ত। এখন থেকে কার্ড রিচার্জের জন্য আর স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। হাতের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করা যাবে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই নতুন অ্যাপ-ভিত্তিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অ্যাপের বিশেষ সুবিধাগুলো: উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা যেকোনো স্থান থেকে বিকাশ, রকেট, ভিসা বা মাস্টার কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে রিচার্জ করতে পারবেন। রিচার্জের পাশাপাশি কার্ডের ব্যালেন্স যাচাই (এনএফসি সুবিধা থাকলে), রিচার্জের ইতিহাস এবং ব্যবহারের তথ্যও অ্যাপে দেখা যাবে।
রিচার্জ প্রক্রিয়া:
অ্যাপ ডাউনলোড: গুগল প্লে স্টোর থেকে ‘Rapid Pass’ অ্যাপটি ডাউনলোড করে সাইন-আপ করতে হবে।
কার্ড যুক্ত করা: নিবন্ধিত ব্যবহারকারীরা আগের লগইন তথ্য দিয়ে ঢুকতে পারবেন। নতুন ব্যবহারকারীরা সহজেই তাদের কার্ড নম্বর যুক্ত করতে পারবেন।
লেনদেনের সীমা: সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
সতর্কতা ও নিয়মাবলি: কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে রিচার্জ করার পর কার্ডটি স্টেশনের ‘অ্যাড ভ্যালু মেশিনে’ (AVM) অবশ্যই ট্যাপ করতে হবে, অন্যথায় রিচার্জ কার্যকর হবে না। একবার একটি কার্ডে কেবল একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। এছাড়া, রিচার্জ সফল হওয়ার সাত দিনের মধ্যে বাতিলের আবেদন করা গেলেও সে ক্ষেত্রে ৫ শতাংশ সেবা চার্জ কাটা হবে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, “দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও স্মার্ট করার ধারাবাহিক উদ্যোগের অংশ এই অ্যাপ। এতে মেট্রোরেল ও ভবিষ্যতে অন্যান্য পরিবহনে স্মার্ট কার্ডের ব্যবহার আরও গতি পাবে।”
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ সুবিধা চালুর পর এবার পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ উন্মুক্ত করল ডিটিসিএ। এর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।