মহাসড়কে ডাকাতি: অটোরিকশা পুড়িয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সময় দুটি ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করে তাদের ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে উপজেলার মৃধাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতদলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায় বিভিন্ন পথচারীর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল লুট করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে।

পরে উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের পদক্ষেপ
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিন ও ওমর ফারুক ওরফে ‘চাপাতি ফারুক’ নামে দুই ডাকাত সদস্যকে জনতার রোষানল থেকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, “পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করেছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক