আন্তর্জাতিক ডেস্ক
ইরানে কর্তৃপক্ষের নির্দেশে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা টানা ১৩২ ঘণ্টা ছাড়িয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এক পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে চালানো অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন করা হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘পরিমাপক তথ্য বলছে, নতুন একটি দিনে জেগে উঠলেও ইরান এখনো অনলাইনের বাইরে। দেশজুড়ে বিরাজ করছে ডিজিটাল অন্ধকার।’
এই দীর্ঘমেয়াদী ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










