গাইবান্ধা প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিবরণ
গ্রেপ্তার আসিফ সরকার জেলার ফুলছড়ি উপজেলার গুনভরি এলাকার মৃত দুলু মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা শহরের কলেজ পাড়ায় তার চাচার বাসায় থাকতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসিফ সরকারকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আসিফ সরকারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগে মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










