আমি একটু শান্তি চাই

তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের এক বছরেরও কম দাম্পত্য জীবন শেষ হতে চলেছে। গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সম্প্রতি তাদের ঘনিষ্ঠজন জানিয়েছেন, পার্থক্যপূর্ণ জীবনধারা ও প্রত্যাশার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে চেয়েছেন তাহসান। বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় ছিলেন। অন্যদিকে রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে এবং তিনি নতুন বাস্তবতাকে উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারা শেষ পর্যন্ত তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে।

সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে তাহসান জানিয়েছেন, গুজব সত্য—তারা কয়েক মাস ধরে আলাদা থাকছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ ধরনের খবর ও ফোনকলের কারণে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং শান্তি চান। তিনি বলেন, ‘অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই।’

তাহসান সংগীতশিল্পী হলেও নাটক ও চলচ্চিত্রে অভিনয়েও জনপ্রিয়। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বড়পর্দায় জুটি হয়ে কাজ করেছেন। রোজা আহমেদ পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং নিউইয়র্কে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালে তাহসানের সঙ্গে অভিনেত্রী মিথিলার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যা সন্তান আছে আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

মাহমুদ সালেহীন খান