আশিরও বেশি বয়স তার। কিন্তু এখনো তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আজ ঢাকায়, কাল ঢাকার বাইরে কিংবা কখনো কখনো ঢাকার বাইরে বহু দূর দূরান্তে। কখনো তিনি শুটিং-এ কখনো তিনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবার কখনো তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে আবার কখনো তিনি কোনো রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায়।
প্রতিমাসেই এখনো তার এমন ব্যস্ততা। তিনি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। পেয়েছেন বেশ কয়েকবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন বহুবার বহু সংগঠন কর্তৃক আজীবন সম্মাননার পুরস্কার। যেমন গত গত ৯ জানুয়ারি ‘ঢালিউড ফিল্ম অ্যাণ্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’এ তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। দিলারা জামান বলেন,‘ এমন অনেক অনুষ্ঠানেই আমি বহুবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছি। আবার অনেক অনুষ্ঠানেও যেতেও পারিনি এমন সম্মাননা গ্রহন করতে। তবে যখন যেখানে যেতে পেরেছি তারা আমাকে সর্বোচ্চ সম্মান করেছেন।
ঢালিউড ফিল্ম অ্যাণ্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাই এর মূল উদ্যোক্তা আলমগীর খান আলমকে। তার আন্তরিকতা, তার ব্যবহার, তার বিনয় আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমি তার জন্য অনেক দোয়া করি সে যেন আগামীতে আরো ভালোভাবে আরো পরিপাটিভাবে এই আয়োজন দেশের মধ্যে করতে পারে।
অনেক অনেক শুভ কামনা রইলো আলমগীরের জন্য।’ এদিকে দিলারা জামান নিয়মিত অর্ভিনয় করছেন দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিদ ‘রূপনগর’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয়ের জন্যও তিনি বেশ সাড়া পাচ্ছেন। এছাড়া এরইমধ্যে দিলারা জামান অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্পর্কের গল্প’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন দিলারা জামান। এই নাটকটিও দারুণ সাড়া ফেলেছে।
মাহমুদ সালেহীন খান










