চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় জব্দকৃত সকল আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ প্রদান করেন।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে এক মাসের জন্য এসব আলামত প্রদর্শনের অনুমতি দিয়েছেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অন্তর্বর্তী সরকার সাবেক গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করেছে, যা আগামী ২০ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আমরা আবেদন করেছিলাম যেন চলমান মামলার আলামতগুলো সেখানে প্রদর্শন করা হয় যাতে সাধারণ মানুষ ইতিহাসের ভয়াবহতা সচক্ষে দেখতে পারে।”
আদালতের এই আদেশের ফলে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে জব্দকৃত বিভিন্ন আলামত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে: গণহত্যায় ব্যবহৃত গুলি ও অস্ত্র। শহীদদের রক্তমাখা পোশাক। গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য ব্যক্তিগত স্মৃতিচিহ্ন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০ জানুয়ারি জাদুঘরটি উদ্বোধনের পর থেকে পরবর্তী এক মাস পর্যন্ত এসব আলামত সেখানে প্রদর্শিত হবে। তবে বিচারিক প্রক্রিয়ার স্বার্থে এক মাস পর এগুলো পুনরায় ট্রাইব্যুনালের হেফাজতে ফিরিয়ে আনা হতে পারে।
প্রসিকিউশন মনে করছে, এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস এবং অপরাধীদের নৃশংসতার চিত্র বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে। একইসঙ্গে এটি শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের একটি অনন্য মাধ্যম হিসেবে কাজ করবে।