গেলো বছরের শেষপ্রান্তে নতুন একটি মৌলিক গান উপহার দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পাল। আর এবার বছরের শুরুতেই তিনি যথারীতি একটি কাভার গান শ্রোতা দর্শককে উপহার দিলেন। খালিদ হাসান মিলুর কন্ঠের জনপ্রিয় গান ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটিই কাভার সং হিসেবে এবার তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে ‘শাপলা পাল’-এ প্রকাশ করেছেন। প্রয়াত নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত ‘বাবা কেন চাকর’ সিনেমায় এই গানটি মিলু গেয়েছিলেন
সিনেমাটি মুক্তির সময় গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। এই গানটি এখনো শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় আর ভালোলাগার একটি গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক উজ জামান, সুর সঙ্গীত করেছিলেন প্রয়াত প্রখ্যাত সুরকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। শাপলার কন্ঠে করা এই কাভার সংটি গত ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে। শাপলা পাল বলেন,‘ এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন শিল্পীর বিখ্যাত গানের কাভার সং করে আমি প্রকাশ করেছি। সেসব গানের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আমার মতো এতো সুখী-গানটি আমার ভীষণ ভীষণ প্রিয়। গানটি যখনই শুনি, যখন দেখি নায়ক রাজ রাজ্জাক স্যারের অভিনয় তখন আমারও খুউব বাবার কথা মনে পড়ে। বাবা নেই, নায়ক রাজও নেই। কিন্তু গানটি শুনলে মনে হয় হয়তো বাবা আমার আশেপাশেই আছেন। গানটি গাইতে গিয়েও আমার অনেক কষ্ট হচ্ছিলো, চোখে বারবার জল চলে আসছিলো। আসলে কিছু গান থাকে যা জীবনের সাথে এতো গভীরভাবে মিশে যায় মনে হয় যেন এই গান আমারই গান। যাইহোক গানটি আমার কন্ঠে কেমন লাগলো, জানতে পারলে ভালোলাগবে আমার।’
এদিকে কিছুদিন আগেই প্রকাশ পেলো শাপলার কন্ঠে ‘শিশির ভেজা পায়’ শিরোনামের মৌলিক গান। গানটি প্রসঙ্গে গীতিকার তারেক আনন্দ বলেন,‘ সব গানের কথা মনের মতো হয় না। কিছু কিছু গানের কথা হয়ে যায় খুব আপন। আমার ক্যারিয়ারে পরিচ্ছন্ন, সুন্দর কথার আরও একটা গান যোগ হলো, তদ্রুপ শাপলার ক্যারিয়ারেও। আমার একেকটা গান, আমার জীবনে একেকটা প্রাপ্তি। খুব বেশি চাওয়া, পাওয়া নাই। সুন্দর কথারা আসুক এটাই শুধু চাই।’ গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী।
মাহমুদ সালেহীন খান










