কালকিনিতে কৃষকলীগ নেতাকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জলিল মৃধাকে সন্ত্রাসী বিরোধী আইন মামলায় গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জলিল মৃধা কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের বাসিন্দা ও আমিনউদ্দীন মৃধার ছেলে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে তাকে কালকিনি এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা রয়েছে।

কালকিনি থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

মাদারীপুর জেলা প্রতিনিধি