​লোহাগড়ায় শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

নড়াইলের লোহাগড়ায় তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
​এ সময় লোহাগড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন— নড়াইল জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, ইউনিট লেবেল অফিসার মোসা. রেকসোনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা প্রীতম দাস, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ এবং লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।
​তীব্র শীতে কম্বল পেয়ে সুবিধাভোগী সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাজিম উদ্দিন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি/