আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের মতিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন ও ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস।
এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী সোহেল রানা, দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নাজিম উদ্দিন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি/










