কৃতি শ্যাননের বয়স ও বিয়ে

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পরিবারে এখন আনন্দের আমেজ। কৃতির ছোট বোন নূপুর শ্যানন গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে। শনিবার (১০ জানুয়ারি) ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে খ্রিস্টান রীতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ ঘরোয়া আয়োজনেই এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেন নূপুর ও স্টেবিন।

ছোট বোনের বিয়ের খুশির মধ্যেই আবার আলোচনায় উঠে এসেছে কৃতি শ্যাননের নিজের বিয়ে প্রসঙ্গ। বিশেষ করে অভিনেত্রীর মা গীতা শ্যাননের একটি পুরোনো মন্তব্য নতুন করে চর্চায় এসেছে। এক সাক্ষাৎকারে গীতা শ্যানন জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন কৃতির বিয়ে যেন ২৩-২৪ বছর বয়সের মধ্যেই হয়ে যায়। তার মতে, বিয়ে করার আদর্শ বয়স সেটাই।

গীতা শ্যানন সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি কৃতিকে বলতাম, ২৩ বছরের মধ্যেই তোমার বিয়ে করে নেওয়া উচিত। আমি নিজে একটু দেরিতে বিয়ে করেছি বলেই এমনটা মনে হতো। আমার ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়ে গিয়েছিল।” সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করতেন, মেয়েদের বিয়ের জন্য ২৩ বা ২৪ বছরই সবচেয়ে উপযুক্ত সময়।

এদিকে নূপুর ও স্টেবিনের বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খ্রিস্টান মতে বিয়েতে নূপুর পরেছিলেন সাদা রঙের গাউন, যেখানে তাঁকে বেশ মার্জিত ও আভিজাত্যপূর্ণ লাগছিল। স্টেবিন বেনও সাদা রঙের স্যুটে ছিলেন মানানসই। দু’জনের চোখেমুখে ছিল স্পষ্ট আনন্দ আর উচ্ছ্বাস।

তবে মায়ের এই ভাবনাকে নিজের জীবনে অনুসরণ করেননি কৃতি শ্যানন। অভিনয়জগতে নিজের অবস্থান শক্ত করাই ছিল তার প্রধান লক্ষ্য। বর্তমানে কৃতির বয়স ৩৫ বছর। এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও নির্দিষ্ট পরিকল্পনার কথা প্রকাশ্যে জানাননি তিনি। বরং নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে নিজের মতো করেই এগিয়ে নিয়ে যেতে চান বলে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

যদিও কৃতির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রয়েছে। শোনা যায়, এই মুহূর্তে তিনি শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই সম্পর্ক নিয়ে কৃতি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

শুধু এখানেই শেষ নয়, রোববার রাতে ভারতীয় সংস্কৃতি মেনে আরও একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে চলেছেন নূপুর ও স্টেবিন। সেখানে হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। এই আয়োজনেও কৃতি শ্যাননসহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

বিথী রানী মণ্ডল/