ক্রিসমাস মানেই ঝলমলে ট্রি, ক্যারলসের সুর, কেকের মিষ্টি গন্ধ আর এক চিলতে ওয়াইনের উষ্ণতা। বাইরে ভিড়, পার্ক স্ট্রিটের ব্যস্ততা বা দীর্ঘ লাইনে দাঁড়ানো—সবটা সবার পছন্দ হয় না। অনেকেই চান ঘরের আরামেই বড়দিনের আনন্দটুকু ছুঁয়ে দেখতে। ঠিক সেই মুহূর্তগুলোর জন্যই ওটিটিতে রয়েছে কিছু ছবি ও সিরিজ়, যেগুলি কয়েক মিনিটের মধ্যেই এনে দেয় বড়দিনের আবহ।
ডিসেম্বরকে বলা হয় অঘোষিত প্রেমের মাস। সেই আবহে দেখা যেতে পারে হলিউডের রোম্যান্টিক কমেডি ‘শ্যাম্পেন প্রবলেমস’। ফ্রান্সের দ্রাক্ষাক্ষেত্র, শ্যাম্পেনের বোতল আর বড়দিনের আলোয় ধরা পড়ে এক নরম প্রেমকাহিনি, যেখানে সিডনি প্রাইসের জীবনে প্রেম আসে এক শ্যাম্পেন বিক্রেতার ছেলের হাত ধরে। নেটফ্লিক্সে ছবিটি বড়দিনের সন্ধ্যাকে আরও উষ্ণ করে তুলতে পারে।
পরিবার আর উৎসবের মিলনমেলার গল্প পছন্দ হলে মন ভরাবে ‘আ ভেরি জোনাস ক্রিসমাস মুভি’। নানা বাধা পেরিয়ে জোনাস ব্রাদার্সের লন্ডন থেকে নিউ ইয়র্ক যাত্রা শুধু ভ্রমণের গল্প নয়, বরং পরিবারকে কাছে পাওয়ার আবেগের গল্প। হালকা কমেডি আর সঙ্গীতের ছোঁয়ায় ছবিটি জিও হটস্টারে বড়দিনের মুড তৈরি করে।
রোম্যান্টিক প্রতিযোগিতার আবহে তৈরি ‘টিনসেল টাউন’-এ বড়দিনকে ঘিরে এক হলিউড তারকার জীবনের নতুন মোড় দেখা যায়। প্রাইম ভিডিয়ো ও অ্যাপল টিভিতে থাকা এই ছবিতে আলো-ঝলমলে উৎসবের মধ্যেই ধরা পড়ে প্রেমের সূক্ষ্ম রসায়ন।
অন্যদিকে রাজকীয় স্বাদ চাইলে ‘আ রয়্যাল মন্টানা ক্রিসমাস’ একেবারে মানানসই। প্রিন্সেস ভিক্টোরিয়ার পালিয়ে যাওয়া, সাধারণ জীবনের স্বাদ আর ভালোবাসার টান—সব মিলিয়ে বড়দিনের রাতে এই ছবি মনটা হালকা করে দেবে।
চা-কফির কাপ হাতে, সোফায় বসে এই ছবিগুলির সঙ্গে বড়দিন কাটানোও কম আনন্দের নয়।
বিথী রানী মণ্ডল/










