জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিড়াল নির্যাতন বন্ধে প্রশাসনের কাছে আইনি নোটিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিড়ালদের ওপর ধারাবাহিক নির্যাতন, হত্যা ও অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাণী কল্যাণ সংস্থা ALB Animal Shelter–এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান গত ১১ জানুয়ারি এ নোটিশ পাঠান।

আইনি নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে দীর্ঘদিন ধরে বিড়ালদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, গর্ভবতী বিড়ালকে ক্যাম্পাসের বাইরে ফেলে দেওয়া, পুরুষ বিড়ালের অঙ্গহানি, বহুতল ভবন থেকে বিড়াল ও তাদের ছানাদের নিচে ফেলে দেওয়া এবং কিছু ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ঢালার মতো নৃশংস ঘটনার তথ্য পাওয়া গেছে।

নোটিশে এসব কর্মকাণ্ডকে প্রাণী কল্যাণ আইন, ২০১৯–এর ধারা ৩, ৬ ও ৭-এর সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলা হয়।

এতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষের ইস্যু করা একটি চিঠির প্রসঙ্গও উল্লেখ করা হয়। ওই চিঠিতে বিড়ালকে ‘উৎপাত’ ও ‘র‍্যাবিস ঝুঁকি’ হিসেবে উল্লেখ করাকে আইনগতভাবে ভিত্তিহীন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশটি জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম এবং জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে পাঠানো হয়।

নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে বিড়াল স্থানান্তর, নিধন বা বিষ প্রয়োগসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ, প্রাণী নির্যাতন নিষিদ্ধে আনুষ্ঠানিক নির্দেশনা জারি, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং আহত বিড়ালদের জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারজানা শাওন বলেন, গত বছর থেকেই ক্যাম্পাসে পশু নির্যাতনের ঘটনা বাড়ছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি জাকসু থেকেও সহযোগিতা মেলেনি। বরং কিছু হলে হল সংসদের সদস্যদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, পরে তারা প্রাণী কল্যাণ সংস্থা ALB Animal Shelter–এর সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনটির সহায়তায় প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করে একজন ব্যারিস্টারের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাবি প্রতিনিধি