সিরিতে গুগলের ‘জেমিনি’ এআই

ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগল দীর্ঘমেয়াদি একটি অংশীদারত্বে পৌঁছেছে। এর আওতায় অ্যাপলের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা বিশেষ করে ডিজিটাল সহকারী সিরি গুগলের ‘জেমিনি’ এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে।

সোমবার (১২ জানুয়ারি) যৌথভাবে দেওয়া এক ঘোষণায় দুই প্রতিষ্ঠান জানায়, সতর্ক ও বিস্তৃত মূল্যায়নের পর অ্যাপল গুগলের জেমিনি এআই প্রযুক্তি বেছে নিয়েছে। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, তাদের ভবিষ্যৎ এআই পরিকল্পনা বাস্তবায়নে জেমিনি সবচেয়ে সক্ষম ও নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অংশীদারত্ব অ্যাপলের জন্য একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ, এতদিন প্রতিষ্ঠানটি তাদের মূল প্রযুক্তি ও সফটওয়্যার সক্ষমতা মূলত নিজস্ব ব্যবস্থাপনাতেই উন্নয়ন করে এসেছে।

বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তারকারী আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারণে অ্যাপল ও গুগল দীর্ঘদিন ধরেই সরাসরি প্রতিদ্বন্দ্বী। সে প্রেক্ষাপটে এই দুই প্রযুক্তি জায়ান্টের সহযোগিতাকে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রতিযোগিতার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। আইফোনসহ বিভিন্ন অ্যাপল ডিভাইসে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখার বিনিময়ে গুগল প্রতিবছর অ্যাপলকে বিলিয়ন ডলার পরিমাণ অর্থ দিয়ে আসছে। এই চুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট তদন্তের আওতায় রয়েছে। বিচার বিভাগ দাবি করেছে, এই ব্যবস্থা গুগলের সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে সহায়তা করছে। যদিও আদালত আপাতত চুক্তিটি বহাল রাখার অনুমতি দিয়েছে।

এআই সংক্রান্ত নতুন এই অংশীদারত্বের আর্থিক দিক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস বলেন, এই অংশীদারত্ব গুগলের জন্য ‘একটি বড় স্বীকৃতি’ এবং অ্যাপলের জন্য ২০২৬ সাল ও পরবর্তী সময়ের এআই কৌশল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এই অংশীদারত্বের জন্য ওপেনএআই, অ্যানথ্রপিক ও পারপ্লেক্সিটির সঙ্গেও আলোচনা করেছিল।

স্টিভ জবসের সহপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অ্যাপল সাম্প্রতিক সময়ে তাদের পণ্যে এআই সুবিধা চালু করতে গিয়ে ধীরগতির সমালোচনার মুখে পড়েছে। গত মাসে প্রতিষ্ঠানটি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধানের পদত্যাগের ঘোষণাও দেয়। এর আগে উন্নত সংস্করণের সিরি উন্মোচনের সময়সূচিও পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে অ্যাপল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ নতুন সিরি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান এআই খাতে নেতৃত্বের দৌড়ে একের পর এক উন্নত মডেল ও নতুন সুবিধা উন্মোচন করে চলেছে।

তবে এই সহযোগিতার মধ্যেও অ্যাপল স্পষ্ট করেছে, তাদের নিজস্ব এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ডিভাইস-স্তরে আইফোন ও আইপ্যাডে কার্যকর থাকবে। এতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ‘শিল্পখাতের শীর্ষমানের গোপনীয়তা নীতি’ বজায় থাকবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ডন