বার্সায় ফিরছেন পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলো

সাবেক ম্যানচেস্টার সিটি তারকা জোয়াও ক্যানসেলো সৌদি ক্লাব আল হিলাল থেকে ধারাভাবে বার্সেলোনায় যোগ দিচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার সোমবার বার্সেলোনায় মেডিকেল সম্পন্ন করেছেন।

ক্যানসেলো ২০২৩–২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারাভাবে বার্সেলোনায় খেলেছিলেন। তার আগে তিনি ছয় মাস জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ছিলেন। প্রথম মেয়াদে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে চার গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

পরের মৌসুমে স্থায়ীভাবে ম্যানচেস্টার সিটি ছেড়ে প্রায় ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি প্রো লিগের আল-হিলালে যোগ দেন। তবে বিশ্বকাপের আগে মাত্র এক মৌসুম সৌদিতে কাটিয়ে ইউরোপে ফেরার পথে তিনি। চলতি মৌসুমে আল-হিলালের হয়ে ক্যানসেলো লিগে মাত্র দুটি ম্যাচ খেলেছেন।

-এমইউএম