দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিকদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ

দিনাজপুরে মৃত ও অসুস্থ নির্মাণ মিস্ত্রি শ্রমিক পরিবারের আর্থিক অনুদান বিতরণ করেছে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-৫২৩)।
২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করে সংগঠনটি।
১২ জানুয়ারী-২০২৬ সোমবার দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-৫২৩) প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায় উক্ত আর্থিক অনুদান বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লতিফুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোঃ লাবু, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ সভায় মৃত ও অসুস্থ শ্রমিক পরিবারের মাঝে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
প্রসঙ্গত, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আয়-ব্যয় হিসাবের জন্য প্রতি ৬ মাস পরপর বিশেষ সভা হয়ে থাকে। এই বিশেষ সভার মাধ্যমে সংগঠনটি তাদের শ্রমিক সদ্যদের কল্যাণমূলক আর্থিক অনুদান প্রদান করে থাকে।

 

 

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর