৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে ইপিএ চুক্তি সই করছে বাংলাদেশ

ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তি সই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত থাকবেন। ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের আর কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক বা বাণিজ্য চুক্তি নেই। জাপানের সঙ্গে ইপিএ স্বাক্ষরের মধ্য দিয়ে সেই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। সরকারের প্রত্যাশা, এই চুক্তির ফলে পণ্য বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রনির্ভর বাজারের ওপর নির্ভরতা কিছুটা কমিয়ে জাপান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে পরিণত হতে পারে।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ উদ্যোগ নেওয়া হয়েছিল আগের আওয়ামী লীগ সরকারের সময়। সে সময় দর-কষাকষির কাঠামো তৈরির জন্য একটি যৌথ গবেষণা দল গঠন করা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে ১৭টি সম্ভাবনাময় খাত চিহ্নিত করে সমন্বিতভাবে আলোচনা এগিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছিল।

আফরিনা সুলতানা/