স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলার জন্য স্পেন থেকে বিশেষভাবে আনা হয়েছিল রিয়াল মাদ্রিদের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পেকে । গুঞ্জন ছিল, ব্যথানাশক ইনজেকশন ব্যবহার করেও তিনি শুরুতেই একাদশে নামবেন। তবে ফাইনালে শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামা এমবাপ্পে দলের জয়ের ভূমিকায় অবদান রাখতে পারেননি।
ফাইনাল হারের পর এমবাপ্পের আচরণই তৈরি করেছে নতুন বিতর্ক। স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজের মতে, ম্যাচ শেষে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ বা ‘পাসিয়ো’ দেওয়ার পদক্ষেপ না দিতে নির্দেশ দেন।
রেফারির শেষ বাঁশি বাজার পর রিয়াল খেলোয়াড়রা সরাসরি বেঞ্চের দিকে চলে গেলে কোচ জাবি আলোনসো বলেন, ‘গার্ড অব অনার’ বাধ্যতামূলক নয়। তবে এমবাপে সতীর্থদের ডাগআউটে নিয়ে যান এবং ক্যামেরায় ধরা পড়ে, তিনি অসন্তোষ প্রকাশ করছেন এবং অংশ নিতে আগ্রহী নন।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে এমবাপ্পেকে ‘হার মেনে নিতে অস্বীকার করা’ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে মন্তব্য করেছে। অনেকবার্সা সমর্থকও এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন।
ফাইনালে ৭৬ মিনিটে এমবাপ্পে বদলি হিসেবে নামেন। দল ২-৩ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ উদ্ধার করতে তিনি কিছু গুরুত্বপূর্ণ সুযোগ পান, কিন্তু শেষ মুহূর্তে গোল করতে পারেননি। একের পর এক সুযোগ হাতছাড়া করায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে রিয়াল হারের সঙ্গে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
-এমইউএম










