হাবিবপুর ৭ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি নির্বাচন পরিচালনা সভা অনুষ্ঠিত

১ নং সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর ৭ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি নির্বাচন পরিচালনা উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মালেক মেম্বার।

সভায় সভাপতির বক্তব্যে আব্দুল মালেক মেম্বার আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত কেন্দ্র কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে।

সভায় ১ নং সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কেন্দ্র কমিটির কার্যক্রম সফল করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

হামিদুল হক, নোয়াখালী