চলমান বিপিএল শেষ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ। তবে তার আগে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের অফ ফর্ম। বিশ্বকাপ স্কোয়াডে থাকা বেশিরভাগ ব্যাটারই ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম সহ-অধিনায়ক সাইফ হাসান।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ। এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুইবার। তার স্কোরকার্ডে রয়েছে—০, ২২, ১৫, ১, ৯ ও ১। সবমিলিয়ে ছয় ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। এমন পারফরম্যান্স বিশ্বকাপকে সামনে রেখে স্বাভাবিকভাবেই শঙ্কা বাড়াচ্ছে।
যদিও বাংলাদেশ দল যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, সেটি এখনো চূড়ান্ত নয়। প্রয়োজন হলে দল পরিবর্তনের সুযোগ রয়েছে। এ কারণে দুর্দান্ত পারফরম্যান্স করা নাজমুল হোসেন শান্ত আলোচনায় রয়েছেন। বাকি ম্যাচগুলোতে সাইফ নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে সাইফকে ফর্মে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে তার বিপিএল দল ঢাকা ক্যাপিটালস। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা ওকে ফর্মে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করছি। একটা ম্যাচ ওকে ব্রেক দিয়েছি, মানসিক দিকটা ঠিক করার চেষ্টা করেছি, এরপর আবার ম্যাচে ফিরেছে।”
সাইফের চেষ্টা নিয়েও সন্দেহ নেই বলে জানান মিঠুন, “পারফরম্যান্স তো জোর করে কেউ করতে পারে না। ও চেষ্টা করছে না তা নয়। ও সর্বোচ্চটা দিচ্ছে। এখান থেকে যদি আত্মবিশ্বাস নিতে পারে, তাহলে সেটা ওর জন্য যেমন ভালো হবে, তেমনি দেশের জন্যও। আমরা শুধু সাপোর্ট দিতে পারি, রান তো ওকেই করতে হবে।”
শুধু সাইফ নন, ঢাকার ব্যাটিং ইউনিটের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন অধিনায়ক।
তিনি বলেন “ঢাকার কোনো ব্যাটারই আসলে খুব ভালো ফর্মে নেই। আমরা যেটাই করছি, শেষ পর্যন্ত ফলাফলে কাজে আসছে না। ব্যাটিং ওপরের দিক থেকে হোক বা নিচের দিক থেকে দিন শেষে জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সব দলই করে, তবে আমাদের ভুলগুলো একটু বেশি প্রভাব ফেলছে।”
বিশ্বকাপের আগে বাকি ম্যাচগুলোতে ব্যাটারদের ফর্মে ফেরানোই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
-এমইউএম










