ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ আজ

ছবি- সংগৃহীত।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ দিন আজ সোমবার (১২ জানুয়ারি)। গত ৪ জানুয়ারি রাত ১০টার পর ফল প্রকাশের পর ৬ জানুয়ারি থেকে পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ইউনিটটির ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে।

সূত্র জানায়, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি।

গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা শহর ও দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন ৩২ জন শিক্ষার্থী।

চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।