হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার সকালে মামলার শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার অভিযোগ, নথিপত্র ও উপস্থাপিত বক্তব্য পর্যালোচনা করে আদালত মনে করেন, অভিযোগের পক্ষে পর্যাপ্ত আইনগত উপাদান পাওয়া যায়নি। ফলে মামলাটি চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট কারণ নেই বিবেচনায় অভিযুক্ত দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে তাঁদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তবে শুনানিকালে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন এবং মামলাটিকে হয়রানিমূলক বলে উল্লেখ করেন।
আদালতের এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট মামলায় মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।
আফরিনা সুলতানা/










