প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে দেশব্যাপী ‘স্কুল ফিডিং’ কর্মসূচিসহ বিভিন্ন বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কয়েকটি বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে উপদেষ্টা তার নিজ গ্রামের স্কুল গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে উপদেষ্টা বলেন, “খুব শিগগিরই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, যা সম্পন্ন হলে শিক্ষক সংকট আর থাকবে না।”
স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে এবং পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর। ক্রমান্বয়ে দেশের সবগুলো প্রাথমিক বিদ্যালয়কে এই ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।”
উপদেষ্টা বলেন, একটি মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই অন্যতম প্রধান লক্ষ্য।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










