হলোকাস্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইলেন শে গিভেন

ছবি সংগৃহীত

সাবেক প্রিমিয়ার লিগ গোলকিপার শে গিভেন বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ফাইনাল স্কোরে সরাসরি সম্প্রচারে দেওয়া এক মন্তব্যের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। সেল্টিকের সাবেক কোচ উইলফ্রিড ন্যান্সির স্বল্প সময়ের দায়িত্বকালকে তিনি ‘একটি সম্পূর্ণ হলোকাস্ট’ বলে উল্লেখ করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

৪৯ বছর বয়সি গিভেনকে অনুষ্ঠানে ন্যান্সির বরখাস্ত নিয়ে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ন্যান্সির মেয়াদ ছিল “শুরু থেকে শেষ পর্যন্ত ভয়াবহ”। এরপরই তিনি অত্যন্ত সংবেদনশীল ও অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে গিভেন বলেন, “আমি এমন একটি শব্দ ব্যবহার করেছি, যার প্রকৃত অর্থ আমি পুরোপুরি বুঝিনি এবং ভবিষ্যতে কখনোই সেটি আর ব্যবহার করব না।”

তিনি আরও যোগ করেন,“আমাদের সবারই জ্ঞানের কিছু সীমাবদ্ধতা থাকে। আমি নিজেকে আরও সচেতন ও শিক্ষিত করার সুযোগ হিসেবে এটিকে নিতে চাই। এই মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন, সবার কাছে আমি আন্তরিকভাবে লজ্জিত এবং নিঃশর্ত ক্ষমা চাইছি।”

একই সঙ্গে তিনি জানান, ওই দিনের অনুষ্ঠানের পারিশ্রমিক হলোকাস্ট এডুকেশনাল ট্রাস্টে দান করবেন।

অনুষ্ঠানের উপস্থাপক জেসন মোহাম্মদও পরে দর্শকদের কাছে ব্যবহৃত “অনুপযুক্ত ভাষার” জন্য ক্ষমা চান।

উল্লেখ্য, ফরাসি কোচ উইলফ্রিড ন্যান্সি গত সপ্তাহে রেঞ্জার্সের কাছে ৩–১ গোলে হারের পর সেল্টিকের কোচের পদ থেকে বরখাস্ত হন। মাত্র ৩৩ দিনের দায়িত্বকালে আট ম্যাচে ছয়টি হার নিয়ে বিদায় নেন তিনি, যা সেল্টিকের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদি কোচিং অধ্যায়।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির পরিচালিত হলোকাস্টে আনুমানিক ৬০ লাখ ইহুদি নিহত হন, যা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে স্বীকৃত।

সূত্র: আল জাজিরা

-এমইউএম