ফাইনালে মিনহাসের বিধ্বংসী ইনিংসে ভারতকে বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড সংগ্রহ গড়েছে পাকিস্তান। ওপেনার সামির মিনহাসের বিধ্বংসী ইনিংসে ভারতকে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে তারা। আটবারের চ্যাম্পিয়ন ভারতের শিরোপা জিততে হলে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে।

এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ফাইনালে পাকিস্তানের বিপক্ষেই ৪০ রানে হেরেছিল ভারত।

দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩১ রানে উসমান খান আউট হলে চাপের মুখে পড়েছিল তারা। তবে সামির মিনহাস ও উসমান খানের মধ্যে ৭৯ বলে ৯২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

এরপর আহমেদ হুসেইনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন মিনহাস। দুজনের মধ্যে হয় ১২৫ বলে ১৩৭ রানের পার্টনারশিপ। আহমেদ ৫৬ রানে আউট হলেও নিজের ব্যাটে দাপট দেখাতে থাকেন মিনহাস। ১০৫ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি এবং পাকিস্তানকে সাড়ে তিনশ রানের পথে এগিয়ে নেন।

৪৩ ওভার শেষে ৩ উইকেটে পাকিস্তানের রান ছিল ৩০২। ৪৭তম ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ৩২৭ রানে। তবে ১৭২ রানে মিনহাস আউট হওয়ার পর ছন্দ হারায় পাকিস্তান। ১১৩ বলের দুর্দান্ত ইনিংসে তিনি ১৭টি চার ও ৯টি ছক্কা হাঁকান।

শেষ দিকে দ্রুত উইকেট পড়তে থাকে। শেষ ২৫ রানে হারায় ৫ উইকেট। তবে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ৩৫০-এর কাছাকাছি নিয়ে যান।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান, যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।

ভারতের পক্ষে দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। হেনিল প্যাটেল শিকার করেন দুটি উইকেট।

এমইউএম/