অস্ট্রেলিয়ান ওপেনের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। রোববার ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে ইউক্রেনের মার্তা কোস্তিউককে সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা নিজের করে নিলেন তিনি।
পুরো টুর্নামেন্টে কোনো সেট না হেরেই চ্যাম্পিয়ন হয়েছেন সাবালেঙ্কা। ফাইনালের লড়াইয়ে তিনি কোস্তিউককে ৬–৪, ৬–৩ সেটে পরাজিত করেন। এটি সাবালেঙ্কার ক্যারিয়ারের ২২তম ডব্লিউটিএ শিরোপা। ২৩ বছর বয়সি কোস্তিউক ফাইনালে ওঠার পথে পেগুলা ও আন্দ্রেয়েভার মতো শীর্ষ সারির তারকাদের হারালেও, সাবালেঙ্কার আক্রমণাত্মক খেলার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি।
ম্যাচের মূল চিত্র
প্রথম সেট: শুরুতে ৩–০ ব্যবধানে এগিয়ে গিয়েও কিছুটা খেই হারিয়েছিলেন সাবালেঙ্কা। কোস্তিউক ঘুরে দাঁড়িয়ে স্কোর ৩–৩ করলেও, অভিজ্ঞ সাবালেঙ্কা দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পান এবং প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় সেট: এই সেটেও সাবালেঙ্কা শুরুতে ৩–০ লিড নেন। কোস্তিউক লড়াই করার চেষ্টা করলেও সাবালেঙ্কার শক্তিশালী সার্ভ ও নিখুঁত শটের মুখে হার মানতে বাধ্য হন।

কোস্তিউকের আবেগঘন বক্তব্য
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়ে রসিকতা করে বলেন, “আমাকে সামলানোই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ!” গ্যালারিতে থাকা বয়ফ্রেন্ড জর্জিওস ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ্য করে তিনি মজার ছলে বলেন, তাকে যেন খুব শিগগিরই অন্য কোনো নামে (স্বামী হিসেবে ইঙ্গিত করে) ডাকার সুযোগ দেওয়া হয়।
অন্যদিকে, পরাজিত হলেও আবেগপ্রবণ কণ্ঠে যুদ্ধের কবলে থাকা নিজ দেশ ইউক্রেনের কথা তুলে ধরেন মার্তা কোস্তিউক। তিনি বলেন, “মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় আমার দেশের মানুষ বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় কষ্ট পাচ্ছে, সেই কষ্ট নিয়েই আমি প্রতিদিন কোর্টে নামি।”
পরবর্তী লক্ষ্য: অস্ট্রেলিয়ান ওপেন
ব্রিসবেনের এই জয় সাবালেঙ্কার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে নিজের তৃতীয় শিরোপা এবং ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে মেলবোর্ন পার্কে নামবেন এই টেনিস সম্রাজ্ঞী।
সূত্র: আল জাজিরা
-মীর মোমিন










