নোয়াখালী এক্সপ্রেসের পর বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। শনিবার মিরপুরে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মোহাম্মদ মিঠুনের দল। এই জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করা নিশ্চিত হলো ঢাকার।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১২৬ রান। ডেভিড মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৭৮ রানের বিধ্বংসী ইনিংস ও তাওহিদ হৃদয় ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৬২ রান।
শেষদিকে কাইল মায়ার্সের ১৬ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় রংপুর। ঢাকার পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি এবং তাসকিন আহমেদ ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।
১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা ক্যাপিটালস। ওপেনার আবদুল্লাহ আল মামুন শূন্য রানে ফেরার পর উসমান খান (৩১) এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন (২৫) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। সাব্বির রহমান ও শামিম হোসেনরা ব্যর্থ হলে এক সময় বড় হারের শঙ্কায় পড়ে ঢাকা।
তবে শেষ দিকে রংপুরের বোলারদের ওপর তাণ্ডব চালান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ৩০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫৮ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। ইমাদ ওয়াসিম তাকে সঙ্গ দিলেও ১৭০ রানেই থামতে হয় ঢাকাকে। ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ার সাথে সাথে তাদের প্লে-অফ স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়।
রংপুর রাইডার্স: ১৮১/৪ (২০ ওভার); মালান ৭৮, হৃদয় ৬২। সাইফউদ্দিন ২/৪৪।
ঢাকা ক্যাপিটালস: ১৭০/৭ (২০ ওভার); সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১।
ফলাফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মালান (রংপুর রাইডার্স)।
-এম. এইচ. মামুন










