নাহ ফেরার দেশে ‘পাতাললোক ২’ খ্যাত প্রশান্ত তামাং

প্রয়াত হলেন নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। রবিবার সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি সম্প্রতি দিল্লিতে এসেছিলেন।

জানা গেছে, সকাল ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা ছিল না। ফলে এই আকস্মিক মৃত্যুতে পরিবার, অনুরাগী এবং বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

২০২৪ সালে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’-এ খলচরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকের নজর কেড়েছিলেন প্রশান্ত। তার অভিনয় ছিল দৃঢ়, সংযত ও প্রভাবশালী, যা তাঁকে একজন গায়কের পাশাপাশি দক্ষ অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। তবে বহু দর্শকের কাছে তিনি আজও ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবেই স্মরণীয়।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই তাঁর বেড়ে ওঠা এবং বসবাস। সংগীতজগতে আসার আগে তিনি একসময় কলকাতা পুলিশে কর্মরত ছিলেন—যা তাঁর জীবনের একটি বিশেষ অধ্যায়। পুলিশের চাকরি করার সময়ই সহকর্মীদের উৎসাহে গানের প্রতি তাঁর আত্মবিশ্বাস বাড়ে।

এক সাক্ষাৎকারে প্রশান্ত বলেছিলেন, “কলকাতা পুলিশে এক সহকর্মী ছিলেন। ওঁর কাছ থেকেই বাংলা শিখতাম, আর আমি ওঁকে নেপালি ভাষা শেখাতাম। পুলিশের চাকরি করার সময় সহকর্মীরাই আমাকে গানে উৎসাহ দিতেন। এরপর একদিন ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে যাই।” সেই অডিশনই বদলে দেয় তাঁর জীবন।

‘ইন্ডিয়ান আইডল’ জয়ের পর প্রশান্ত নিয়মিতভাবে নেপালি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দেশ-বিদেশে গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবুও তিনি কখনোই মুম্বইয়ে পাকাপাকি ভাবে বসবাস করেননি। দার্জিলিঙেই স্ত্রী ও কন্যার সঙ্গে শান্ত জীবন কাটাতেন তিনি।

হঠাৎ এই প্রয়াণে বহু প্রশ্ন উঠছে—বিশেষ করে, সুস্থ একজন শিল্পীর এমন আকস্মিক মৃত্যু নিয়ে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরিবারের পাশাপাশি অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন।

বিথী রানী মণ্ডল/