চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পান্ত

ছবি : ক্রিকবাজ

চোট যেন পিছু ছাড়ছে না ঋষভ পান্তের। ডান পাশের পেটের পেশিতে (সাইড স্ট্রেইন) চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের এই উইকেটকিপারব্যাটার।

বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভাদোদরায় অনুশীলন সেশনে ব্যাটিং করার সময় হঠাৎ ডান পাশের পেটের অংশে অস্বস্তি অনুভব করেন পান্ত। এরপরই তাকে এমআরআই স্ক্যানের জন্য নেওয়া হয়। পরীক্ষার পর বিসিসিআইয়ের মেডিকেল টিম বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত করে, পান্তেরঅব্লিক মাসল টিয়ারহয়েছে।

ওয়ানডে দলে কেএল রাহুলের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার ছিলেন পান্ত। ফলে সিরিজের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি তাৎক্ষণিকভাবে বড় কোনো সংকট তৈরি না করলেও, মেনস সিলেকশন কমিটি তার বদলি হিসেবে ধ্রুব জুরেলকে দলে অন্তর্ভুক্ত করেছে। ইতোমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন জুরেল।

শনিবার ভারতের জন্য অনুশীলন ছিল ঐচ্ছিক। সেই দিন নেটে ব্যাটিং অনুশীলনের সিদ্ধান্ত নেন পান্ত, সেখানেই চোট পান তিনি। অনুশীলন সেশনে রোহিত শর্মা, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ শ্রেয়াস আইয়ারসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার উপস্থিত ছিলেন। দলের অধিনায়ক শুভমান গিলও প্রাক্সিরিজ সংবাদ সম্মেলন শেষে অনুশীলনে যোগ দেন।

পান্তের এই সর্বশেষ চোট তার ক্যারিয়ারে যোগ হলো দীর্ঘ চোট তালিকায়। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট আইপিএলের বাইরে থাকতে হয়েছিল তাকে। এরপর গত গ্রীষ্মে ইংল্যান্ড সফরে আঙুলে চোট পান তিনি। পরে ডান পায়ে ফ্র্যাকচারের কারণে অ্যান্ডারসনটেন্ডুলকার ট্রফিতেও তার অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে।

সূত্র: ক্রিকবাজ

-এমিউএম