নিরাপত্তা ছক আঁকছে ইসি: আজ ১৬ সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ রোববার (১১ জানুয়ারি) উচ্চপর্যায়ের বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই সমন্বয় সভায় সশস্ত্র বাহিনীসহ দেশের প্রধান ১৬টি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

গতকাল শনিবার ইসির উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়েছে।

রাজধানীর আগারগাঁওর নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ সকালে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠকে মূলত নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন এবং ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে রণকৌশল নির্ধারণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত এই সমন্বয় সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছাড়াও উপস্থিত থাকবেন:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‍্যাব মহাপরিচালক।

বিজিবি, কোস্ট গার্ড এবং আনসার ও ভিডিপি’র মহাপরিচালকগণ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই-এর মহাপরিচালক।

এনটিএমসি-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা।

ইসি সচিবালয় সূত্র জানায়, নির্বাচন ও গণভোটের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোতায়েন থাকবে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পর্শকাতর এলাকাগুলোতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এই সভায় প্রাথমিক রূপরেখা তৈরি করা হতে পারে।

লামিয়া আক্তার