শৈত্যপ্রবাহ ও নিম্নচাপ: আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

দেশের উত্তরাঞ্চলসহ মোট ১৯টি জেলায় জেঁকে বসেছে কনকনে শীত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলাসহ যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববারও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করছে, যার প্রভাবে বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শৈত্যপ্রবাহের কবলে ১৯ জেলা: আবহাওয়াবিদদের মতে, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের সবকটি জেলা (১৬টি) এবং খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোনো বড় এলাকা জুড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

নিম্নচাপের প্রভাব: সাগরে সৃষ্ট নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশে এর বড় কোনো প্রভাবের শঙ্কা নেই। তবে এর প্রভাবে আজ ও আগামীকাল দেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। কুয়াশার দাপটও থাকবে আগের মতোই। মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীতের অনুভূতি ও পূর্বাভাস: আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের অধিকাংশ স্থানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বেড়ে যাওয়ায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম মনে হতে পারে। তবে জানুয়ারি মাস জুড়েই শীতের আমেজ থাকবে। আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে চলতি শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে।

একনজরে আজকের আবহাওয়া:

  • সর্বনিম্ন তাপমাত্রা: ৮.৩° সেলসিয়াস (তেঁতুলিয়া)।

  • ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা: ১২.৪° সেলসিয়াস।

  • পূর্বাভাস: আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

  • সতর্কতা: নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌ ও যান চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ।

 

–লামিয়া আক্তার