সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং শিক্ষার্থীদের মানবিক ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার (আরইউডি) তেজগাঁও ক্যাম্পাসে এক সেমিনার ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে আরইউডি এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানবিক আয়োজন করা হয়।
মানবিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা
‘তারুণ্যের হাত ধরে সহমর্মিতা: কম্বল বিতরণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে বক্তারা একটি মানবিক সমাজ গঠনে তরুণদের দায়িত্ব ও সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর এরফানুল হক নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক নাহিদ বলেন, “মানবিকতা চর্চার মধ্য দিয়েই একটি জাতির নৈতিক ভিত্তি দৃঢ় হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তখন সমাজ আলোর পথ খুঁজে পায়।”
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “একটি কম্বল কেবল শীত নিবারণের উপকরণ নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী বার্তা বহন করে।”
মূল প্রবন্ধ উপস্থাপনকালে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. দিপু সিদ্দিকী বলেন, “শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা মানবিক চেতনায় রূপ নেয়। আজকের শিক্ষার্থীরা যদি সমাজের প্রান্তিক মানুষের দুঃখ অনুভব করতে শেখে, তাহলেই তারা ভবিষ্যতে একজন প্রকৃত মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
পাঁচ শতাধিক মানুষের মাঝে উষ্ণতার ছোঁয়া
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সনক কুমার দ্রাবিদ এবং যুগ্ম সম্পাদক হাসিব ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।










