পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী তুরস্ক, গড়তে পারে ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে তুরস্ক। এ বিষয়ে তিন দেশের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

তুরস্ক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, এমন জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য এই জোটে সৌদি আরবের আর্থিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এবং তুরস্কের আধুনিক সামরিক প্রযুক্তি একত্রিত হতে পারে। নেটো ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে আগ্রহী হচ্ছে বলেও মত বিশ্লেষকদের।

তবে এখনো পর্যন্ত তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই জোট বাস্তবায়িত হলে ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফরিনা সুলতানা/