মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে উত্তরপত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন আনসার সদস্য হিসেবে কর্মরত এবং অন্যজন গৃহিণী।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি আবুল কালাম আজাদ জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্রসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মাদারীপুর জেলা প্রতিনিধি










