ইংল্যান্ডের এফএ কাপে চলছে তৃতীয় রাউন্ডের খেলা। হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি আজ সন্ধ্যায় মাঠে নামছে শেল্টেনহাম টাউনের বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। ইভি চার্জার পয়েন্ট স্টেডিয়াম হবে খেলাটি। সরাসরি দেখা যাবে টিএনটি স্পোর্টস-এ।
শেল্টেনহাম টাউন বর্তমানে খেলছে ইংল্যান্ডের লিগ-টুতে। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ১৮ নম্বরে অবস্থান করছে। আর লেস্টার সিটি খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। ২৬ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১২-তে অবস্থান করছে মার্টি সিফুয়েন্তেসের দল। ২০২৪ সালেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এই প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়নরা।
এর আগে দুই দলের একবারই মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে শেল্টেনের বিপক্ষে লেস্টারের জয় হয়েছিল ২-১ ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেল্টেনহাম সর্বশেষ ৬ ম্যাচে দুটি হার, একটি ড্র এবং তিন ম্যাচে জয় পেয়েছে।
লেস্টারের সর্বশেষ ৬ ম্যাচে কোনো ড্র নেই। সমান তিনটি করে ম্যাচে জয় এবং পরাজয় দেখেছে তারা। তবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত সোমবার রাতের ম্যাচে ওয়েস্ট ব্রোমউইচ আলবিয়নকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে লেস্টার। সেই জয়ের প্রেক্ষিতে আজ শেল্টেনহামকে মোকাবিলা করবে প্রতিযোগিতার ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নরা।
সোমবার চ্যাম্পিয়নশিপের খেলায় বেশ কিছু ম্যাচ পর হামজা চৌধুরী শুরুর একাদশে নামেন। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন বাংলাদেশের ‘নম্বর এইট’। ধারণা করা হচ্ছে এই ম্যাচেও শুরুর একাদশে থাকবেন এই মিডফিল্ডার। যদিও ব্রোমউইচের বিপক্ষে হামজাকে লেফট-ব্যাক হিসেবে খেলানো হয়েছিল এবং সেখানে তিনি সফলও হয়েছেন।
-এমইউএম










