ব্যালন ডি’অর এর দৌড়ে সবার আগে হ্যারি কেইন, সেরা দশে মেসি

ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের অর্ধেকটা ইতিমধেই শেষ হয়েছে। শীতকালীন এই বিরতির সময়ে ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্য ও দলীয় সাফল্য বিশ্লেষণ করে মর্যাদাপূর্ণ ‘ব্যালন ডি’অর’ জয়ের সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’। প্রকাশিত এই পাওয়ার র‍্যাঙ্কিংয়ে সবাইকে ছাড়িয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন। তবে সবচেয়ে বড় চমক হিসেবে তালিকায় নাম আছে ইন্টার মায়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

শীর্ষে কেইনের দাপট, পিছু ছাড়ছেন না হালান্ড-এমবাপ্পে

বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন হ্যারি কেইন। গোল ডটকমের তথ্যমতে, এরই মধ্যে ৩৫টি গোল করার পাশাপাশি ৩টি গোলে সহায়তা করেছেন তিনি। বায়ার্নের হয়ে সুপারকাপ জয় এবং ব্যক্তিগত এই গোলবন্যা তাকে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে বসিয়েছে।

তালিকায় কেইনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। ৩৮ গোল ও ৬ অ্যাসিস্ট নিয়ে তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। তার দল ম্যানসিটি এবারও সম্ভাব্য সব শিরোপার লড়াইয়ে টিকে আছে। তিনে আছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। হালান্ডের সমান ৩৮ গোল করলেও ৮টি অ্যাসিস্ট দিয়ে তিনিও এই দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন।

বিস্ময় বালক ইয়ামাল ও অন্যান্যের অবস্থান

বার্সেলোনার হয়ে জাদুকরী পারফরম্যান্স দেখানো তরুণ তুর্কি লামিন ইয়ামাল ১০ গোল ও ১৪ অ্যাসিস্ট নিয়ে তালিকার চারে জায়গা করে নিয়েছেন। এরপরই আছেন তিন মিডফিল্ডার—আর্সেনালের ডেক্লান রাইস (৫ম), পিএসজির ভিতিনহা (৬ষ্ঠ) এবং বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস (৭ম)। বিশেষ করে ওলিস ১২ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট নিয়ে নজর কেড়েছেন সবার। এছাড়া লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ ১৫ গোল নিয়ে আছেন অষ্টম স্থানে।

ইউরোপের বাইরে থেকেও তালিকায় মেসি

ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আটবার নিজের করে নেওয়া লিওনেল মেসি এবারও আছেন আলোচনায়। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের এমএলএস-এ যোগ দিলেও তার ধার কমেনি। ২২ গোল ও ১৯ অ্যাসিস্ট দিয়ে ইন্টার মায়ামিকে শিরোপা জেতানো এই খুদে জাদুকর র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে অবস্থান করছেন। তালিকার একমাত্র ডিফেন্ডার হিসেবে ১০ম স্থানে আছেন পিএসজির আশরাফ হাকিমি।

মৌসুমের বাকি অর্ধেক শেষে এই সমীকরণ আরও বদলে যেতে পারে। তবে আপাতত গোল ডটকমের এই র‍্যাঙ্কিং ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।

-এম. এইচ. মামুন