প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’ ফেব্রুয়ারিতে ২৫ প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। সিনেমার গল্পের পটভূমি উনিশ শতক এবং প্রিয়াঙ্কা এখানে অভিনয় করেছেন এরসেল বডেন চরিত্রে, যিনি একসময় ‘ব্লাডি মেরি’ নামে পরিচিত এক দুর্ধর্ষ জলদস্যু ছিলেন।
তাঁর এই চরিত্রে অভিনয় ইতিমধ্যেই আলোচনায় এসেছে, এবং মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা হতেই ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে সিনেমাটির সাফল্য কতটা হবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।
এদিকে প্রিয়াঙ্কার জন্য আরও এক সুসংবাদ—তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন। ৮৩তম আসর আগামী রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোটেল দ্য বেভারলি হিলটন-এ অনুষ্ঠিত হবে। আয়োজনকারীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিশ্বনন্দিত হলিউড তারকাদের সঙ্গে এবারের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।
এবারের সঞ্চালক তালিকায় জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, পামেলা অ্যান্ডারসন ও স্নুপ ডগের মতো হাইপ্রোফাইল সেলেবদের সঙ্গে প্রিয়াঙ্কার নামও জ্বলজ্বল করছে। এটি ভারতের জন্য বিশেষ গর্বের, কারণ প্রথমবার কোনো ভারতীয় এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন। প্রিয়াঙ্কা ২০১৭ সালে প্রথম এবং ২০২০ সালে দ্বিতীয়বার গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন। ছয় বছরের বিরতির পর এবার তিনি বড় দায়িত্বে আছেন।
৮৩তম আসরে উপস্থিত থাকবেন আমান্ডা সাইফ্রেড, ক্রিস পাইন, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, কেভিন হার্টসহ একঝাঁক খ্যাতনামা হলিউড তারকা। প্রিয়াঙ্কার এই সঞ্চালনার দায়িত্ব তাকে আবারও আন্তর্জাতিকভাবে ‘গ্লোবাল আইকন’ হিসেবে প্রমাণ করছে।
বিথী রানী মণ্ডল/










