সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আলোচিত মাচাদোকে নিয়ে প্রশ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) শেষ হয়েছে। পরীক্ষাটিতে ভেনেজুয়েলার আলোচিত বিরোধীয় দলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রশ্ন এসেছে।

প্রশ্নপত্রে এসেছিলো, ‘২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন-’। উত্তরে ৪টি অপশন দেওয়া হয়। প্রথমে রয়েছে ‘ওমর এস ইয়াসি’, তারপর ‘জন এস মার্টিনিস’। তিন নম্বর অপশনে রয়েছে  ‘মারিয়া কোরিনা মাচাদো ’। শেষের অপশন ছিল ‘রিচার্ড রবসন’।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।

সানা