৬০ কোটি টাকার প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে বড়সড় আইনি চাপে পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এবার তাঁর নাম জড়িয়েছে ১৫০ কোটিরও বেশি টাকার বিটকয়েন কেলেঙ্কারিতে। এই ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুরুতে এই বিষয়ে নিজের ভূমিকা অস্বীকার করে রাজ কুন্দ্রা নিজেকে শুধুমাত্র একজন ‘মধ্যস্থতাকারী’ হিসেবে দাবি করেছিলেন। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইডির মতে, কুন্দ্রা শুধু জানতেনই না, বরং এই আর্থিক লেনদেনে সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন।
ইডির দাবি অনুযায়ী, বর্তমানে রাজ কুন্দ্রার কাছে ১৫০.৪৭ কোটি রুপি মূল্যের মোট ২৮৫টি বিটকয়েন রয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি তিনি ‘গেইন বিটকয়েন’ নামের একটি পঞ্জি স্কিমের সঙ্গে যুক্ত ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে গ্রহণ করেছিলেন। পরিকল্পনা ছিল ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং প্রকল্প চালু করা। তবে প্রকল্পটি আর বাস্তবায়িত না হলেও বিটকয়েনগুলো রাজ কুন্দ্রার দখলেই থেকে যায় বলে দাবি তদন্তকারীদের।
এই মামলায় রাজ কুন্দ্রাকে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। তদন্ত চলাকালীন একাধিকবার তলব করা হলেও তিনি তাঁর ডিজিটাল ওয়ালেটের ঠিকানা বা বিটকয়েন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জমা দেননি বলেও অভিযোগ উঠেছে। ইডির দাবি, ইচ্ছাকৃতভাবেই অর্থের উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে।
তদন্তকারীদের মতে, ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ ও অমিত ভরদ্বাজ ‘ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার মাধ্যমেই চালু করা হয় ‘গেইন বিটকয়েন’ নামের পঞ্জি স্কিম। বিনিয়োগকারীদের বিটকয়েনে টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১০ শতাংশ হারে লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।
এই প্রলোভনে পড়ে দেশজুড়ে বহু মানুষ বিনিয়োগ করেন। কিন্তু নির্দিষ্ট সময় পর প্রতিশ্রুত লাভ পাওয়া তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থও ফেরত পাননি তারা। দিল্লি ও মহারাষ্ট্রে একের পর এক এফআইআর দায়ের হওয়ার পর পুরো কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসে। ইডির হিসাব অনুযায়ী, এই স্কিমের মাধ্যমে প্রায় ৬,৬০০ কোটি রুপি প্রতারণা করা হয়েছে।
উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি বিতর্ক নতুন নয়। এর আগেও আইপিএল বেটিং কেলেঙ্কারি, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা এবং ৬০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তিনি তদন্তের মুখে পড়েছেন। নতুন এই বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে তাঁর আইনি সংকট আরও গভীর হলো।
বিথী রানী মণ্ডল/










